আবিদ-এ-আজাদ
আবিদ.এ.আজাদ দশ আঙুলে কাজ করেন, অথবা দশ আঙুলেই ভালোবাসেন। ক্যামেরা চালান একজন যাদুকরের মতো। দৃষ্টি তার অন্তর্ভেদী। ব্যবসায়ী বললে তার পরিচয় খণ্ডিত রয়ে যায়। ট্যুরিজম কিংবা ফুড ইন্ডাস্ট্রিতে তিনি স্বমহিমায় পরিচিত। গ্রাফিক ডিজাইনে তিনি অনন্য। বড় বড় কর্পোরেট হাউজের সঙ্গে বড় বড় কাজ করেন তিনি। কিন্তু নিজের হাতের লেখার মতোই নিজস্বতা রক্ষা করে চলেন বিবিধ ক্ষেত্রে। আবিদ.এ.আজাদ একাই দশজন মানুষ।
মুম রহমান
জীবনানন্দ বলেছিলেন ‘সকলেই কবি নয় কেউ কেউ কেউ কবি।’ মুম রহমানের ক্ষেত্রে বলা যায়, ‘সকলেই লেখক নয়, কেউ কেউ লেখক’। একজন পূর্ণকালীন লেখক হিসেবে তিনি লিখে চলেছেন প্রায় ছয় বছর হলো। অন্য কোন পেশা তার নেই। জাগতিক সকল হিসেব নিকেশের বাইরে লেখালেখিকে আলাদা করে রেখেছেন একান্ত নিজের করে। মুম রহমান একজন লেখক, পূর্ণাঙ্গ লেখক।